এস এম রফিক স্টাফ রিপোর্টার
গত ১৫ সেপ্টেম্বর, রাজধানীর আনবিক শক্তি ৫ নম্বর রোডের ঝিলপাড় এলাকায় এক বৃদ্ধ বোতল কুড়াতে গিয়ে দুর্ভাগ্যবশত ঝিলে পড়ে মারা যান। দীর্ঘ ৪০ ঘণ্টা নিখোঁজ থাকার পর উদ্ধারকৃত বৃদ্ধের মৃত্যু স্থানীয়দের মধ্যে গভীর শোকের সঞ্চার করে।এই ঘটনার পর এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল ঝিলপাড়ের বিপজ্জনক জায়গাটিতে একটি নিরাপদ চলাচলের পথ বা কালভার্ট নির্মাণের।অবশেষে আজ ১৩ অক্টোবর, ঢাকা-১৬ আসনের অভিভাবক আমিনুল হকের উদ্যোগে স্থানীয়দের সহযোগিতায় একটি ছোট কালভার্ট নির্মাণ করা হয়েছে।এলাকাবাসী জানান, “এই কালভার্টটি নির্মাণের ফলে ঝিলের পাশে এখন মানুষ নিরাপদে চলাচল করতে পারবে। এটি আমাদের এলাকার জন্য বড় একটি প্রয়োজনীয় কাজ ছিল।”স্থানীয়রা আমিনুল হকের এই মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন,“মানুষের প্রাণহানির পর তিনি যেভাবে দ্রুত উদ্যোগ নিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়।”
প্রযুক্তি সহায়তায়: VantageSoftGlobal
Leave a Reply