এস রফিক স্টাফ রিপোর্টার
রাজধানী ঢাকার রাস্তাজুড়ে এখন অবৈধ অটোরিকশার দাপট। সকালে অফিসগামী কিংবা রাতে ফেরার পথে, প্রতিটি মোড়েই চোখে পড়ে অনুমোদনহীন ব্যাটারিচালিত অটোরিকশার লাইন। বৈধ কাগজপত্র ছাড়াই এসব অটোরিকশা চলাচল করছে, যেন কারও কোনো নিয়ন্ত্রণ নেই।মিরপুর, রূপনগর, গাবতলী, মোহাম্মদপুর, বাড্ডা, রামপুরা, খিলগাঁও, যাত্রাবাড়ীসহ রাজধানীর প্রায় সব এলাকাতেই দেখা মিলছে এসব অটোরিকশার। পরিবহন খাতে তৈরি হয়েছে এক অঘোষিত সিন্ডিকেট, যারা মাসিক চাঁদার বিনিময়ে অবৈধভাবে গাড়িগুলো রাস্তায় নামাচ্ছে। অভিযোগ আছে, এই সিন্ডিকেটের ছত্রছায়ায় আছেন প্রভাবশালী ব্যক্তি ও কিছু অসাধু পুলিশ সদস্য।নিয়ম অনুযায়ী, রাজধানীতে শুধুমাত্র বিআরটিএ অনুমোদিত সিএনজি অটোরিকশার চলাচলের অনুমতি আছে। কিন্তু বাস্তব চিত্র একেবারেই ভিন্ন। এখন রাস্তায় বৈধ সিএনজির চেয়ে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশার সংখ্যা কয়েকগুণ বেশি। এদের নেই রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স, এমনকি কোনো নিরাপত্তা ব্যবস্থা। ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, বাড়ছে যানজট।স্থানীয় বাসিন্দা এক ভুক্তভোগী বলেন,> “রাতে বাসায় ফেরার সময় এই অটোগুলোর ভিড়ে রাস্তায় চলাই যায় না। পুলিশ সামনে দেখলেও কিছু বলে না। মনে হয় সবাই জানে, কিন্তু কেউ কিছু করতে পারে না।”পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, এসব অবৈধ অটোরিকশা শুধু সড়ক নিরাপত্তা নয়, বিদ্যুৎ ব্যবস্থাকেও বিপদে ফেলছে। কারণ গ্যারেজে সরকারি লাইন থেকে বেআইনিভাবে বিদ্যুৎ নিয়ে প্রতিদিন শত শত অটোরিকশা চার্জ দেওয়া হচ্ছে, যা বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছে।সরকার ও প্রশাসনের প্রতি নগরবাসীর দাবি—অবৈধ অটোরিকশার বিরুদ্ধে কার্যকর অভিযান শুরু হোক এখনই। অন্যথায় রাজধানীর সড়কব্যবস্থা ও শৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়বে।
প্রযুক্তি সহায়তায়: VantageSoftGlobal
Leave a Reply