নওগাঁ প্রতিনিধি:
আজ ৪ অক্টোবর শনিবার সকাল থেকে নওগাঁ শহরের গোস্তহাটি, মাছ বাজার, তরকারি বাজার, চুড়িপট্টি, কাপড়পট্টি ও ডালপট্টিতে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পরিচালনা করেছেন নওগাঁ সদর-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী রাজনীতিবিদ ও সমাজসেবক মাসুদ হাসান তুহিন।
“সবার আগে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের কাছে তুলে ধরেন। বাজারে ঘুরে ঘুরে ব্যবসায়ী, ক্রেতা ও পথচারীদের হাতে লিফলেট তুলে দেওয়া হয় এবং কর্মসূচির মূল বক্তব্য সহজ ভাষায় ব্যাখ্যা করা হয়।
গণসংযোগকালে মাসুদ হাসান তুহিন বলেন, দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় এই ৩১ দফা কর্মসূচি বাস্তবায়িত হলে জনগণের অধিকার প্রতিষ্ঠা ও রাষ্ট্র ব্যবস্থার কাঠামোগত পরিবর্তন সম্ভব হবে। তিনি প্রত্যেক নাগরিককে সচেতন হওয়ার আহ্বান জানান এবং জনগণের পাশে থেকে এই কর্মসূচি বাস্তবায়নে ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন।
এ সময় তার সঙ্গে জেলা ও উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। তারা শহরের বিভিন্ন এলাকায় ঘুরে প্রচারণা চালান এবং স্থানীয় মানুষের সঙ্গে মতবিনিময় করেন। কর্মসূচি ঘিরে বাজার এলাকাগুলোতে উৎসাহী জনসমাগম দেখা যায়।
প্রযুক্তি সহায়তায়: VantageSoftGlobal
Leave a Reply