শেরপুর প্রতিনিধি : ময়মনসিংহ জেলার হালুয়াঘাট সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ আটক করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। আটককৃত ঔষধের আনুমানিক সিজার মূল্য ২৭ লাখ ২০ হাজার টাকা।
ময়মনসিংহ ৩৯ বিজিবির বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২অক্টোবর) রাতে আচকিপাড়া সীমান্ত এলাকায় টহল দল অভিযান চালায়। এসময় অভিনব কৌশলে পাচারের চেষ্টা করা ৯ হাজার ৬’শ পিস বিভিন্ন প্রকার ভারতীয় ঔষধ তারা আটক করতে সক্ষম হয়।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালানী পণ্য ও অবৈধ অনুপ্রবেশ রোধে তারা দিন-রাত ২৪ ঘন্টা সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছে। অবৈধ কার্যক্রম দমনে বিজিবির কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিজিবি’র অধিনায়ক আরো জানিয়েছেন, আটককৃত ঔষধ যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে।
প্রযুক্তি সহায়তায়: VantageSoftGlobal
Leave a Reply