নওগাঁ প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনসচেতনতা তৈরির অংশ হিসেবে নওগাঁয় লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে সদর উপজেলার তিলকপুর ইউনিয়নের বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় লিফলেট বিতরণ করেন নওগাঁ জেলা ছাত্রদলের সহ–সাধারণ সম্পাদক মো. স্বাধীন হোসেন (মীর শুভ)।
লিফলেটে ৩১ দফার মূল দাবি ও বক্তব্য তুলে ধরা হয়। পথচারী, দোকানদার ও স্থানীয় বিভিন্ন পেশার মানুষের হাতে হাতে লিফলেট পৌঁছে দেওয়া হয়। এ সময় গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির আহ্বান সাধারণ মানুষের কাছে তুলে ধরা হয়।
লিফলেট বিতরণে আরও উপস্থিত ছিলেন নওগাঁ সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মনোয়ার হোসেন রাঙ্গা, কলেজ শাখার দপ্তর সম্পাদক আইয়ুব হোসেন, নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের আহ্বায়ক শাহরিয়ার রাফি, ছাত্রনেতা রাকিব, সজল, সাইফ আরাফাত, রাফি ও নাদিমসহ অন্যরা।
প্রযুক্তি সহায়তায়: VantageSoftGlobal
Leave a Reply