মেহেদী হাসান অন্তর, নিউজ ডেক্সঃ
নওগাঁর মহাদেবপুরে প্রতিমা বিসর্জনের সময় নদীতে পড়ে রনি (১৪) নামে এক কিশোর নিখোঁজ হয়। ঘটনাটি ঘটে বুধবার সন্ধ্যায় আত্রাই নদীতে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিসর্জন দেখতে গিয়ে হঠাৎ পা পিছলে নদীতে পড়ে যায় রনি। সঙ্গে থাকা আরেকজন সাঁতরে তীরে উঠতে পারলেও রনি সাঁতার না জানায় দ্রুত তলিয়ে যায়। আশপাশে বেশ কয়েকটি নৌকা থাকলেও কেউ এগিয়ে আসেনি তাকে উদ্ধারে।
দীর্ঘ সময় ধরে খোঁজার পরও রনিকে না পেয়ে স্থানীয়রা দমকল বাহিনীকে খবর দেন। প্রায় ২৪ ঘণ্টা পর বৃহস্পতিবার বিকেলে আত্রাই নদীর পুরাতন ব্রিজের কাছে স্থানীয় জেলেরা তার নিথর দেহ উদ্ধার করে।
এই ঘটনা শুধু একটি পরিবারের শোক নয়, পুরো সমাজকে নাড়িয়ে দিয়েছে। সবচেয়ে কষ্টের জায়গা—রনি সাহায্যের জন্য লড়ছিল, অথচ আশপাশে মানুষ থাকলেও কেউ হাত বাড়ায়নি।
মানবিকতার এই সংকট আমাদের ভাবতে বাধ্য করে: বিপদের মুহূর্তে আমরা কি সত্যিই মানুষ হয়ে পাশে দাঁড়াতে পারি?
প্রযুক্তি সহায়তায়: VantageSoftGlobal
Leave a Reply