এস এম রফিক
প্রতিনিধি: অপুর্ব পাল নামের এক উগ্র হিন্দুত্ববাদীর দ্বারা মহানবী হযরত মুহাম্মদ (সা.) এবং পবিত্র আল-কুরআনের অবমাননার ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর বিভিন্ন এলাকা। এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার (১০ অক্টোবর) জুমার নামাজ শেষে দুয়ারীপাড়া ইসলামী যুব সমাজ ফাউন্ডেশনের উদ্যোগে এক বিশাল প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।মিছিলটি দুয়ারীপাড়া বাজার মসজিদের সামনে থেকে শুরু হয় রুপনগর আবাসিক আরামবাগ মিরপুর ১০/১১/১২ নাম্বার হয়ে শেষ হয় দুয়ারী পাড়া মকরে। এতে শত শত ধর্মপ্রাণ মুসল্লি, শিক্ষক, ছাত্র ও স্থানীয় সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।প্রতিবাদকারীরা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে অপুর্ব পালের দৃষ্টান্তমূলক ফাঁসির দাবি জানান। পাশাপাশি ফিলিস্তিনে মুসলমানদের ওপর নির্যাতন, ইসলামবিদ্বেষী কর্মকাণ্ড ও গাজায় নির্বিচার হত্যাযজ্ঞের কঠোর নিন্দা জানান তারা বিশ্বের কোথাও মুসলমানদের উপর হামলা হলেই বিশ্ব সম্প্রদায় নীরব থাকে। কিন্তু ইসলাম ও মহানবী (সা.)-এর অবমাননা কোনোভাবেই সহ্য করা হবে না। সরকারকে এই বিষয়ে তীব্র প্রতিবাদ জানাতে হবে সভায় সভাপতিত্ব করেন ইসলামী যুব সমাজ ফাউন্ডেশনের সভাপতি আতিউর রহমান, এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন যে ব্যক্তি ইসলাম অবমাননা করেছে, তাকে দ্রুত বাংলাদেশে এনে শাস্তির আওতায় আনতে হবে। নইলে দেশজুড়ে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বিক্ষোভ শেষে শান্তিপূর্ণভাবে মিছিলকারীরা দুয়ারীপাড়া বাজার মসজিদ প্রাঙ্গণে সমবেত হয়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।
প্রযুক্তি সহায়তায়: VantageSoftGlobal
Leave a Reply