ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সংখ্যালঘু ও নৃ-গোষ্ঠী কল্যা সেমিনার অনুষ্ঠিত
স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
বৃহস্পতিবার ( ২ অক্টোবর ২০২৫ ) বিকাল ৩ টায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সংখ্যালঘু ও নৃ-গোষ্ঠী কল্যাণ সম্পাদক আল-মিজান মুহাম্মাদ নোহেলর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মুহাম্মাদ তাজুল ইসলাম শাহীনের সঞ্চালনায় চট্টগ্রাম প্রেসক্লাবের সুলতান আহমদ হলে আদর্শ রাষ্ট্র গঠনে সাম্প্রদায়িক সম্প্রীতির ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয় ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সমাজ মানেই বিভিন্ন ধর্ম, মত, জাতি ও সংস্কৃতির মানুষের একত্রে বসবাস। এই বহুবিধতা আমাদের সমাজকে যেমন বৈচিত্র্যময় করে তোলে, তেমনি একে রক্ষা করতে হলে প্রয়োজন হয় সাম্প্রদায়িক সম্প্রীতি—যা হল পারস্পরিক সম্মান, সহনশীলতা ও সৌহার্দ্যের ভিত্তি।
একটি আদর্শ সমাজ কেবল তখনই গড়ে ওঠে, যখন মানুষ একে অপরকে তাদের ধর্ম, বর্ণ বা গোত্র নির্বিশেষে শ্রদ্ধা করে এবং একসাথে শান্তিপূর্ণভাবে বসবাস করে। সাম্প্রদায়িকতা যেখানে বিভেদ সৃষ্টি করে, সম্প্রীতি সেখানে ঐক্য গড়ে তোলে। আর এই ঐক্যই আমাদের জাতীয় উন্নয়নের প্রধান চালিকা শক্তি।
আমাদের ইতিহাস সাক্ষ্য দেয়, সাম্প্রদায়িক সম্প্রীতির ভিত্তিতে আমরা মুক্তিযুদ্ধ করেছি। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান—সব ধর্মের মানুষ একসঙ্গে রক্ত দিয়ে এই বাংলাদেশ গড়ে তুলেছে। আজ যদি আমরা সেই চেতনাকে ধারণ করি, তাহলেই পারব একটি সত্যিকারের আদর্শ সমাজ গড়ে তুলতে।
প্রযুক্তি সহায়তায়: VantageSoftGlobal
Leave a Reply